বাংলাদেশ: নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি গ্রহণযোগ্য হবে? বিএনপি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থার বিরোধিতা করলেও সিপিবি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, এবি পার্টি, গণসংহতি আন্দোলন ও গণ অধিকার পরিষদ এর পক্ষে মত দিয়েছে। পিআর পদ্ধতি চালু করতে হলে রাজনৈতিক দলগুলোকে যেমন ঐক্যমতে আসতে হবে, পাশাপাশি ভোটারদেরও এই পদ্ধতির ভালো-মন্দ, এর সঙ্গে বর্তমান পদ্ধতির তফাৎ বোঝাতে হবে। অন্তর্বর্তী সরকারের তিন মাসের মাথায় নির্বাচনি ব্যবস্থা সংস্কারের বিষয়টি যতই এগোচ্ছে, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন বা পিআর) পদ্ধতির কথা ঘুরে ফিরে আসছে আলোচনায়। নিবন্ধিত-অনিবন্ধিত অনেক দলই নানা ফোরামে এই পদ্ধতির পক্ষে-বিপক্ষে মত দিচ্ছে। তাতে যুক্ত হচ্ছেন নির্বাচন বিশেষজ্ঞরাও। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সংবিধান, নির্বাচন ব্যবস্থাসহ বিভিন্ন খাত সংস্কারে কমিশন গঠন করেছে, যাদের ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সুপারিশসহ প্রতিবেদন দেওয়া কথা রয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, তাদের কাজ হল কতগুলো সুপারিশ করা, যাতে নির্ব...