হোয়াইট হাউজের প্রথম দিনেই যা করবেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে প্রথম দিনেই ডনাল্ড ট্রাম্প অভিবাসন এবং মেক্সিকো সীমান্তে দেয়ালের প্রশ্নে বেশ কিছু নির্বাহী পদক্ষেপ নিতে পারেন।
যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত রিপাবলিকান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর হোয়াইট হাউজে তার প্রথম দিনেই অভিবাসন এবং মেক্সিকো সীমান্তে দেয়াল প্রশ্নে বেশ কিছু নির্বাহী পদক্ষেপ নেবেন বলে ধারণা করা হচ্ছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা এমন কথাই জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তারা জানান, ট্রাম্পের নির্বাহী ওইসব পদক্ষেপের ফলে কেন্দ্রীয় অভিবাসন কর্মকর্তারা অপরাধের রেকর্ড নাই এমন মানুষদেরও গ্রেপ্তার করার এখতিয়ার পেয়ে যাবেন, যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে তারা সেনা বাড়াতে পারবেন এবং সীমান্ত দেয়াল নির্মাণের কাজও ফের শুরু করতে পারবেন।

Comments
Post a Comment